শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের কলিকে জানায় শ্রদ্ধাঞ্জলী । আসছে আগামি শুক্রবার সিলেটের একমাত্র বাংলাদেশী আইডলের প্রতিযোগী @[100006492741779:] আসছে বাউলের অন্যতম কালজয়ী সঙ্গীত “তুমি বিনে আকুল পরাণ থাকতে চায়না ঘরে রে...” ।গানটির প্রকৃত গায়ক লেখক ও শুরকার @@[1:[0:1:“শাহ্ আব্দুল করিম”]] । রিমিক্সড গান গেয়েছেন কাজি শুভ ।নতুন আঙ্গীকে গাওয়া কাজী শুভের গানটা অনেক চমৎকার । আমাদের মন্টি কিভাবে সে গানকে মডিফাইড করেন সেটাই দেখার বাকি । সিলেটের শাহ আব্দুল করিমের গান পরিবেশন করবেন সিলেটের একমাত্র প্রতিদন্দি @[100006492741779:] । তাই অবশ্যই ভাল করতে হবে তার । সেই প্রত্যাশা নিয়ে প্রচুর পরিশ্রমে আছেন আমাদের মন্টি ।তাকে ভোট করেই একমাত্র তার পরিশ্রম সার্থক হতে পারে অথবা আমাদেরও বটে ।শুক্রবার রাত ৮ঃ৩০ থেকে ভোটিং শুরু করি । সবার কাছে একটাই প্রার্থনা । নিচে সবচাইতে সহজও সরল ভোটিং পদ্ধতি সম্পর্কে দেয়া হল ঃ৩৬৯০ তে ফোন করে মন্টিকে ইলেক্ট করুন আর তার কোড জানার পর পরবর্তী কম্পিউটিং আনসার পাওয়ার আগে নির্দেশ মত কোড ডায়াল করতে থাকি আর আমাদের সিলেট থেকে একমাত্র প্রতিযোগী মন্টিকে জয় যুক্ত হতে সহায়তা করি ।ধন্যবাদ সবাইকে ।#Astronomer

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের কলিকে জানায় শ্রদ্ধাঞ্জলী । আসছে আগামি শুক্রবার সিলেটের একমাত্র বাংলাদেশী আইডলের প্রতিযোগী @[100006492741779:] আসছে বাউলের অন্যতম কালজয়ী সঙ্গীত “তুমি বিনে আকুল পরাণ থাকতে চায়না ঘরে রে...” । গানটির প্রকৃত গায়ক লেখক ও শুরকার @@[1:[0:1:“শাহ্ আব্দুল করিম”]] । রিমিক্সড গান গেয়েছেন কাজি শুভ । নতুন আঙ্গীকে গাওয়া কাজী শুভের গানটা অনেক চমৎকার । আমাদের মন্টি কিভাবে সে গানকে মডিফাইড করেন সেটাই দেখার বাকি । সিলেটের শাহ আব্দুল করিমের গান পরিবেশন করবেন সিলেটের একমাত্র প্রতিদন্দি @[100006492741779:] । তাই অবশ্যই ভাল করতে হবে তার । সেই প্রত্যাশা নিয়ে প্রচুর পরিশ্রমে আছেন আমাদের মন্টি । তাকে ভোট করেই একমাত্র তার পরিশ্রম সার্থক হতে পারে অথবা আমাদেরও বটে । শুক্রবার রাত ৮ঃ৩০ থেকে ভোটিং শুরু করি । সবার কাছে একটাই প্রার্থনা । নিচে সবচাইতে সহজও সরল ভোটিং পদ্ধতি সম্পর্কে দেয়া হল ঃ ৩৬৯০ তে ফোন করে মন্টিকে ইলেক্ট করুন আর তার কোড জানার পর পরবর্তী কম্পিউটিং আনসার পাওয়ার আগে নির্দেশ মত কোড ডায়াল করতে থাকি আর আমাদের সিলেট থেকে একমাত্র প্রতিযোগী মন্টিকে জয় যুক্ত হতে সহায়তা করি । ধন্যবাদ সবাইকে । #Astronomer

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন